লক্ষ্যমাত্রার তুলনায় ৭৯% বেশি পণ্য রপ্তানি হয়েছে এই পণ্যটি
গত বছরের তুলনায় এ বছর বাংলাদেশে পরচুলা ও মানব চুলের রপ্তানি বেড়েছে প্রায় দ্বিগুণ। ২০২১-২২ অর্থবছরের সেপ্টেম্বরে পরচুলা ও মানব চুল রপ্তানি করে প্রায় ৬৭.২৯ কোটি টাকা আয় করেছে বাংলাদেশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে এ বছরের সেপ্টেম্বরে প্রায় ৬৭.২৯ কোটি টাকা (৭৮.৭ লাখ মার্কিন ডলার) পরচুলা সংক্রান্ত সামগ্রী রপ্তানি হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি। গত বছর সেপ্টেম্বরে এই খাতে রপ্তানির পরিমাণ ছিল ২৩.১৭ কোটি টাকা। গত মাসে পরচুলা ও মানব চুল রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৭.৬২ কোটি টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় ৭৯% বেশি মূল্যের পণ্য রপ্তানি হয়েছে।
উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পরচুলা ও মানব চুল রপ্তানি হয়েছে ১৬৩ কোটি টাকা। গত অর্থবছরের এই সময়কালে রপ্তানির পরিমাণ ছিল ৭৯.১৮ কোটি টাকা।
মতামত দিন