শনিবার (১৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে এক জরুরি নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মীরা এখন বাসা থেকেই কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার (১৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে এক জরুরি নোটিশের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তারের পর পাওনাদারের উৎকণ্ঠার মধ্যে এ ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইভ্যালি এমপ্লয়িগণ নিজ নিজ বাসা থেকে অফিস কার্যক্রম পরিচালনা করবেন। “হোম অফিস” পদ্ধতিতে ইভ্যালির সকল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলমান থাকবে। আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য।
এদিকে, এ পোস্টের পর থেকেই বিভিন্ন কমেন্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। এসময় অনেককেই তাদের প্রাপ্য পণ্যগুলো বুঝে পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
প্রজন্ম ইমন নামে এক ফেসবুক আইডি থেকে বলা হয়েছে,“হোম অফিস কেন দেয়া হল? এটা কোনোভাবেই মানা যায় না। এই অবস্থায় অফিস খোলা রাখাটা জরুরি যাতে সাধারণ মানুষ অন্তত আস্থা রাখতে পারে। এর বিরোধিতা করছি। সকল গ্রাহককে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে ধীরে ধীরে। আমরা শুধু আমাদের টাকা ফেরত চাই আর কিছু না এটাই আমাদের আন্দোলন।”
সাগর শর্মা অভি নামে এক ব্যক্তি বলেন, “আমি আমার টাকা পাওয়ার সম্ভাবনা ছেড়ে দিছি।টিউশনির টাকায় ইভ্যালি থেকে অর্ডার দিছিলাম। বাকিটা সৃষ্টিকর্তার হাতে।”
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত রাতে গুলশান থানায় এক ভোক্তার মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় ইভ্যালি সিইও মোহাম্মদ রাসেল ও কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে।
এদিকে, র্যাব জানিয়েছে, জেনে-শুনেই নেতিবাচক স্ট্র্যাটেজিতে ব্যবসায় নেমেছিলেন তারা।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
মতামত দিন