২০২১ সালের প্রথম ৭ মাসে ভিয়েতনামের সরকারি রপ্তানি ১৬.৮৬ বিলিয়ন ডলার যেখানে বাংলাদেশের রপ্তানি ১৮.৮০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
তৈরি পোশাক রাপ্তানিতে ভিয়েতনামের অবস্থান দ্বিতীয়। সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক মার্কেটে বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে দেশটি। তবে এ বছরের প্রথম ৭ মাসেই তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামের চেয়ে এগিয়ে গিয়েছে বাংলাদেশ।
১ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলার বেশি আয় করেছে বাংলাদেশ। ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বাংলাদেশ ও ভিয়েতনামের সরকারি ডাটায় দেখা গেছে, ২০২১ সালের প্রথম ৭ মাসে ভিয়েতনামের সরকারি রপ্তানি ১৬.৮৬ বিলিয়ন ডলার যেখানে বাংলাদেশের রপ্তানি ১৮.৮০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ফলে সংশ্লিষ্টরা আশা করছেন বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে আবার আগের অবস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হবে।
এ প্রসঙ্গে বিজিএমইএ'র পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হবে। ভিয়েতনাম সরকার তথ্য প্রকাশের সময় তাদের টেক্সটাইল রপ্তানি পোশাক রপ্তানির সাথে একত্রিত করে প্রকাশ করে, তাই তারা যে তথ্য প্রকাশ করে তা পুরোপুরি পোশাক রপ্তানি নয়।”
উল্লেখ্য, ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২১ অনুযায়ী, চলতি বছরের শুরুতে বাংলাদেশকে সরিয়ে তৈরি পোশাক খাতে দ্বিতীয় স্থান দখল করে ভিয়েতনাম।
মতামত দিন