ভারতের ব্যবসায়ীদের অনুরোধে আমদানি-রপ্তানির সময় আবারও বৃদ্ধি করা হয়েছে
দেশে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি হওয়ার কারণে সরকার বিভিন্ন সময় লকডাউন ঘোষণা করে। এমতাবস্থায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানির সময় কমিয়ে সকল কার্যক্রম স্বাভাবিক রেখেছিল বাংলাদেশ সরকার। তবে দেশে করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় ভারতের ব্যবসায়ীদের অনুরোধে আমদানি-রপ্তানির সময় আবারও বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপ এই তথ্য নিশ্চিত করেছে।
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী বলেন, “করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির সময় পূর্বের ন্যায় বৃদ্ধি করা হয়েছে। কাস্টমসের সকল কার্যক্রম শেষে বন্দর কর্তৃপক্ষ দ্রুত গতিতে পণ্য খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য সহযোগিতা করছে।”
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুনুর রশিদ জানান, এর আগে স্বাস্থ্যবিধি মেনে সময় কমিয়ে সকল কার্যক্রম সকাল ৬টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চালু রাখা হয়েছিল। এতে করে সেই সময় প্রতিদিন ৮০ থেকে ১০০টি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করতো এবং বিকেল সাড়ে ৪টার মধ্যে পণ্য খালাস করে ভারতে ফেরত যেতো।
তিনি আরও জানান, সম্প্রতি ভারতের ব্যবসায়ীরা সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করে চিঠি দেয়। এরই পরিপ্রেক্ষিতে আমদানি-রপ্তানির সময়সীমা ১ ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত করা হয়েছে। এখন এই বন্দরে প্রতিদিন ২০০ থেকে ৩০০ ট্রাক প্রবেশ করবে। ফলে সরকারের রাজস্ব আরও বাড়বে।
মতামত দিন