বাংলাদেশের শাসন ব্যবস্থাকে কাগজবিহীন পদ্ধতিতে রূপান্তরের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার ডিজিটাল আর্থিক লেনদেনের জন্য একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করতে কাজ করছে।
মহামারীর মধ্যে মোবাইল আর্থিক সেবা, সরকারি অফিসে ই-ফাইলিং এবং ই-কমার্স দেশে আকাশচুম্বী হয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন “আমরা বাংলাদেশের শাসন ব্যবস্থাকে কাগজবিহীন পদ্ধতিতে রূপান্তরের চেষ্টা করছি। ভবিষ্যতে বাংলাদেশে কোন লাল ফিতা থাকবে না।”
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে রবিবার (২২ আগস্ট) প্রতিমন্ত্রী এ কথা বলেন।
বর্তমানে দেশে ১২০ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে বলেও জানান জুনাইদ আহমেদ পলক।
তিনি ডিজিটাল বাংলাদেশ গড়তে বেসিস এবং এর সদস্য সংগঠনের অবদানের কথাও স্বীকার করেন।
"যোগাযোগ" নামে ফেসবুকের বিকল্প তৈরির জন্য বেসিসের সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ আইটি খাত থেকে রপ্তানিতে ৫ বিলিয়ন ডলার আয় করবে। এই লক্ষ্যে সরকার এই খাতের জন্য কর অব্যাহতি অনুমোদন করেছে।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির আইটি রপ্তানির গতি ধরে রাখতে সরকারকে কর অব্যাহতির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৭-১৯৭১ পর্যন্ত দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের স্বাধীনতা এনেছিলেন। স্বাধীনতা-পরবর্তী একটি “তলাবিহীন ঝুড়ি” থেকে স্বনির্ভর দেশে রূপান্তরের সফলতার গল্পগুলোর মধ্যে বাংলাদেশ একটি।
তিনি আরও বলেন, "বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে, 'ডিজিটাল বাংলাদেশ' গড়ে তোলার লক্ষ্য, বঙ্গবন্ধুর স্বপ্নের 'সোনার বাংলা' একটি আধুনিক রূপান্তর।"
সংসদ সদস্য অপরাজিতা হক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খানও ওয়েবিনারে উপস্থিত ছিলেন।
মতামত দিন