আগামী রবিবার ও বুধবার সব ব্যাংক বন্ধ থাকার ফলে পুঁজিবাজারের লেনদেনও ওই দুই দিন বন্ধ থাকবে
চলমান কঠোরতম লকডাউনের ভেতর ব্যাংক লেনদেনের সময় বদলানোর কারণে শেয়ারবাজারে লেনদেনের সময়সীমাও পরিবর্তন হয়েছে। আগামী সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই ৩ দিন দেশের পুঁজিবাজারে লেনদেনের সময়সীমা ১ ঘণ্টা বাড়ানো হয়েছে।
বুধবার (২৮ জুলাই) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী সপ্তাহের ৩ কার্যদিবসে সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে।
প্রসঙ্গত, বর্তমানে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত লেনদেন হচ্ছে। এই সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও (২৯ জুলাই) এই সময় অনুযায়ীই লেনদেন চলবে।
আরও পড়ুন - ব্যাংক বন্ধ থাকবে রবিবার, বুধবার
এদিকে, বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংক জানায়, আগামী সপ্তাহে রবিবার ও বুধবার সব ব্যাংক বন্ধ থাকবে। ফলে ব্যাংকের সঙ্গে তাল মিলিয়ে চলা পুঁজিবাজারের লেনদেনও ওই দুই দিন বন্ধ থাকবে।
আগামী সপ্তাহে বাকি তিন দিন (সোম, মঙ্গল ও বৃহস্পতিবার) ব্যাংকে লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলবে ব্যাংকের লেনদেন।
উল্লেখ্য, কঠোরতম লকডাউন চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
মতামত দিন