বৃহস্পতিবার ব্যাংক হলিডে এবং এরপর দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় টানা চারদিন ব্যাংক বন্ধ রয়েছে
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জারিকৃত কঠোর বিধিনিষেধের মধ্যে আর্থিক সেবা নিশ্চিতকরণে আগামীকাল সোমবার (৫ জুন) সীমিত পরিসরে ব্যাংক খুলবে। এছাড়া, ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারেও সীমিত পরিসরে লেনদেন চালু হবে।
সোমবার সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ব্যাংক লেনদেন চালু থাকবে। আর শেয়ারবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
প্রসঙ্গত, রবিবারও (৪ জুন) বন্ধ রয়েছে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন। তাই বন্ধ আছে বাংলাদেশ ব্যাংকও। বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে এবং এর পরের দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন ব্যাংক বন্ধ রয়েছে।
তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে ব্যাংকগুলোর অনলাইন ব্যাংকিং সেবা ও এটিএম বুথ চালু রয়েছে।
উল্লেখ্য, ১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ চলবে ৭ জুলাই পর্যন্ত। এ সময়ে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ ঘোষণা করা রয়েছে।
মতামত দিন