দেশের কৃষকদের সুরক্ষা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (৩ জুন) বেলা ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে বাজেট বক্তৃতার মাধ্যমে এই প্রস্তাবিত বাজেট পেশ করেন তিনি।
প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্য ও সেবায় কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তাই এই বাজেট পাস হলে সেসব পণ্য ও সেবার বাড়তে কমতে পারে।
কর অব্যহতির প্রস্তাব করা পণ্যের মধ্যে আমদানিকৃত বেশকিছু সবজি ও ফল রয়েছে।
বাজেটে চাষিদের চাষিদের সুরক্ষা দিতে গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ, টমেটো ও কমলা আমদানিতে ন্যূনতম শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে এসব পণ্যের দাম বাড়তে পারে।
এছাড়া শুল্ক আরোপের প্রস্তাব করায় দাম কম দেখিয়ে পণ্য আমদানির প্রবণতা কমবে বলেও জানান অর্থমন্ত্রী।
মতামত দিন