অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট পাস হলে বিদেশি ফিচার ফোনের দাম বাড়বে
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৩ জুন) বেলা ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে বাজেট বক্তৃতার মাধ্যমে এই প্রস্তাবিত বাজেট পেশ করেন তিনি। প্রস্তাবিত বাজেটে বিদেশি ফিচার মোবাইল ফোনের দাম বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রস্তাবিত বাজেট পাস হলে বিদেশি ফিচার ফোনের দাম বাড়বে।
অর্থমন্ত্রী বলেন, “সেলুলার ফোন উৎপাদন, সংযোজন ও পশ্চাদ সংযোগ শিল্পের প্রসারে এ শিল্পের কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা আরও বিনিয়োগ বান্ধব ও যৌক্তিকীকরণ এবং দেশীয় শিল্পের প্রতিরক্ষণে ফিচার ফোন আমদানিতে শুল্কহার বৃদ্ধিকরণের প্রস্তাব করছি।”
তিনি স্থানীয় পর্যায়ে মোবাইল ফোন উৎপাদনকারীদের জন্য আরও দুই বছর কর অব্যহতি প্রস্তাব করে বলেন, “বর্তমানে দেশে ব্যবহৃত মোবাইলের সিংহভাগ এ দেশে উৎপাদন ও সংযোজন হয়ে থাকে। স্থানীয় পর্যায়ে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনকারী প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা আরো দুই বছরের জন্য বৃদ্ধির প্রস্তাব করছি।”
মতামত দিন