মন্ত্রী বলেন, পুরুষ উদ্যোক্তাদের পাশাপাশি নারী উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি, নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করবে
২০২১-২২ অর্থবছরের বাজেটে আবারও নারী উদ্যোক্তাদের পরিচালিত ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ে (এসএমই) কর ছাড়ের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এক্ষেত্রে যে সকল ব্যবসায়ের টার্নওভার ৭ লাখ টাকা বা তার চেয়ে কম সেগুলো কর ছাড়ের জন্য উপযুক্ত হবে।
বৃহস্পতিবার (৩ জুন) সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণার সময় মোস্তফা কামাল বলেন, এসএমই খাতে বিশেষ উদ্যোগ এবং এসএমই খাতে কর্মরত নারী উদ্যোক্তাদের উন্নয়নের স্বার্থে যেসব নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক মুনাফা ৭ লাখ টাকার কম, তাদেরকে করের আওতার বাইরে রাখার প্রস্তাব করছি।
তিনি উল্লেখ করেন, পুরুষ উদ্যোক্তাদের পাশাপাশি নারী উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি, নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করবে।
মতামত দিন