বুধবার (১০ মার্চ) থেকে সারা দেশে কার্যকর হবে সোনার নতুন এই দাম
বিশ্ববাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় আবারও দেশের বাজারে মূল্যবান এ ধাতুটির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এবার কমানো হয়েছে প্রতি ভরিতে ২,০৪১ টাকা। এতে ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৯,১০৯ টাকা।
বুধবার (১০ মার্চ) থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে সারা দেশে। মঙ্গলবার রাতে জুয়েলার্স সমিতি সোনার দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানায়।
এরআগে গত ৩ মার্চ সোনার দাম ভরিতে ১,৫১৬ টাকা কমায় জুয়েলার্স সমিতি। সেসময় আবারও দাম কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তারা। ফলে এ বছর তিনবার সোনার দাম কমায়, এনিয়ে ভরিতে ৫,৫৪০ টাকা কমেছে।
নতুন এ দামে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে পড়বে ৬৫,৯৬০ টাকা, ১৮ ক্যারেট পড়বে ৫৭,২১২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ভরি বিক্রি হবে ৪৬,৮৮৯ টাকায়।
মতামত দিন