২০১৮-১৯ অর্থবছরে ৮.১৫% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা বাংলাদেশ ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৮.২% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল
বাংলাদেশের জিডিপিতে চলতি ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি ১.৬% হবে বলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, ২০১৯-২০ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ২% হবে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া ইকনোমিক ফোকাস রিপোর্টে বলা হয়, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৪%।
করোনাভাইরাস মহামারির প্রভাবে দক্ষিণ এশিয়া নজিরবিহীন অর্থনৈতিক মন্দা পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।
বিশ্ব ব্যাংক বলছে, চলতি অর্থবছরে দক্ষিণ এশীয় অঞ্চলে জিডিপি প্রবৃদ্ধি ৭.৭% সঙ্কুচিত হয়ে পড়তে পারে, যেখানে গত পাঁচ বছর ধরে প্রবৃদ্ধির হার ৬% এর ওপরে ছিল।
২০১৮-১৯ অর্থবছরে ৮.১৫% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা বাংলাদেশ ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৮.২% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে থাকতে পারে মালদ্বীপ। চলতি অর্থবছরে তাদের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৯.৫%।
এদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত। চলতি অর্থবছর তাদের প্রবৃদ্ধি হতে পারে ঋণাত্মক ৯.৬%। তবে এর পরের অর্থবছরে তা বেড়ে হতে পারে ৫.৪%।
মতামত দিন