বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে
সোনার দাম ভরিতে এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, মার্কির ডলার ও তেলের দরপতন ইত্যাদি কারণে গত ১৩ ও ২১ আগস্ট দুই দফায় স্বর্ণের মূল্য কমানো হলেও দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার মূল্যবৃদ্ধি পেয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রূপার মূল্য নির্ধারণ করেছে।
বর্ধিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৭৪ হাজার ৮ টাকায়, ২১ ক্যারেটের সোনা ৭০ হাজার ৮৫৯ টাকায় এবং ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ৬২ হাজার ১১১ টাকায়।
অন্যদিকে সনাতন পদ্ধতির সোনা ৫১ হাজার ৭৮৮ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সর্বশেষ চলতি বছরের ২১ আগস্ট সোনার দাম বাড়ানো হয়েছিল।
মতামত দিন