এই লক্ষ্যমাত্রাকে উচ্চাকাঙ্ক্ষী ও অবাস্তব হিসেবে অভিহিত করেছেন অর্থনীতিবিদরা
করোনাভাইরাস মহামারির কারণে বৈশ্বিক অর্থনীতির চরম অনিশ্চয়তার মধ্যেও ২০২০-২১ অর্থ বছরে ৮.২% প্রবৃদ্ধির (জিডিপি) লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ সালের বাজেট পেশ করার সময় এই লক্ষ্যমাত্রার কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
তিনি বলেন, “গত এক দশকে ধারাবাহিকভাবে আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে আমাদের প্রবৃদ্ধি ছিল ৮.১৫%। যা ছিল এশিয়ার মধ্যে সর্বোচ্চ। শক্তিশালী দেশীয় চাহিদার কারণে এটি সম্ভব হয়েছে।”
“কিন্তু করোনাভাইরাসের জন্য বিশ্বব্যাপী লকডাউন জারি থাকার কারণে রফতানি বন্ধ হয়ে যাওয়া ও রেমিট্যান্স মাত্রায় না বাড়ায় চলতি অর্থবছরে আমাদের প্রবৃদ্ধি ৫.২%-এ নেমে গেছে”, যোগ করেন অর্থমন্ত্রী।
কোভিড-১৯ পরবর্তী উত্তরণের কথা বিবেচনায় নিয়ে এবং সুদূরপ্রসারী পরিকল্পনার ভিত্তিতে ২০২০-২১ অর্থবছরের জন্য প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তবে, কৃষি খাত বাদে দেশীয় অর্থনীতির প্রতিটি খাত করোনাভাইরাসের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় এই লক্ষ্যমাত্রাকে উচ্চাকাঙ্ক্ষী হিসেবে অভিহিত করেছেন অর্থনীতিবিদরা। এই লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব বলে মনে করছেন তারা।
সানেম-এর নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ সালিম রায়হান ঢাকা ট্রিবিউনকে বলেন, “অর্থ মন্ত্রণালয় মনে করছে যে ২০২০-২১ অর্থবছরে আমাদের অর্থনীতি দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াবে। তবে এটি সম্পূর্ণভাবে বাংলাদেশ কীভাবে এই মহামারি দমন করে তার উপর নির্ভর করছে।”
“আমাদের দেশের প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখে রেমিট্যান্স ও রফতানি। কিন্তু করোনাভাইরাসের কারণে রেমিট্যান্সের কাঙ্ক্ষিত বৃদ্ধি অর্জিত হয়নি। রফতানিও বন্ধ রয়েছে। এর উপর চাকরি হারিয়ে অনেক অভিবাসী শ্রমিক দেশে ফিরে আসছেন”, যোগ করেন তিনি।
সালিম রায়হান আরও বলেন, বিশ্ব ব্যাংকের মতামত অনুসারে, “চলতি অর্থবছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধিও নিম্নমুখী হবে। এসবের পরিপ্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশে প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা অর্জন করা অসম্ভব।”
সেন্টার ফর পলিসি ডায়লগ-এর (সিপিডি) গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, “কৃষি বাদে জিডিপিতে অবদান রাখা সবগুলো খাত করোনাভাইরাস পরিস্থিতির কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব অর্থনৈতিক কার্যক্রম চালু করার পাশাপাশি যদি ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায় তাহলে পরিস্থিতির উন্নতি হতে পারে।”
“তবে, চলতি অর্থ বছরে ৩% এর বেশি জিডিপি অর্জন অসম্ভব। সিপিডির গবেষণা অনুসারে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ২.৫%। এই পরিস্থিতিতে ৮.২% জিডিপি লক্ষ্যমাত্রা উচ্চাকাঙ্ক্ষী ও অবাস্তব,” যোগ করেন তিনি।
এদিকে বিশ্ব ব্যাংক জানিয়েছে চলতি অর্থবছরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ১.৬%। ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ১% হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছে বিশ্ব ব্যাংক।
অন্যদিকে দ্য ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৮% হবে বলে জানিয়েছে।
মতামত দিন