বুধবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ঋণখেলাপি ৮ হাজার ২৩৮ কোম্পানির তালিকা তুলে ধরেন
দেশের ব্যাংক পরিচালকদের বকেয়া ঋণের পরিমাণ ২০১৯ সালের সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৬১৬ কোটি টাকায়। যা সবগুলো ব্যাংকের বিতরণ করা মোট ঋণের ১১ দশমিক ২১ শতাংশ।
পরিচালকরা তাদের নিজেদের ব্যাংক ব্যতীত অন্যান্য ৫৫ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই পরিসংখ্যান তুলে ধরেন।
এছাড়া গত ৩০ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, ২৫ ব্যাংকের পরিচালকের তাদের নিজেদের ব্যাংক থেকে নেওয়া মোট বকেয়া ঋণের পরিমাণ ১ হাজার ৬১৪ কোটি ৭৭ লাখ টাকা।
অর্থমন্ত্রীর তথ্যে দেখা যায়, দেশের ৫৭টি তফসিলি ব্যাংকের মধ্যে দু’টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক তাদের নিজেদের বা অন্য ব্যাংকের পরিচালকদের কোনো ঋণ দেয়নি।
একই সংসদ সদস্যের এক লিখিত প্রশ্নের জবাবে মুস্তফা কামাল ঋণখেলাপি ৮ হাজার ২৩৮ কোম্পানির তালিকা তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশের ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ডাটাবেজ অনুযায়ী ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৬ হাজার ৯৮৬ কোটি ৩৮ লাখ টাকা। তার মধ্যে পরিশোধ করা হয়েছে ২৫ হাজার ৮৩৬ কোটি ৪ লাখ টাকা।”
মতামত দিন