'বাংলাদেশ চলতি অর্থবছরে ৭ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে পারে'
বাংলাদেশ বিশ্বে সবচেয়ে দ্রুত বর্ধনশীল পাঁচ অর্থনীতির একটিতে পরিণত হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে প্রকাশিত ‘বাংলাদেশের উন্নয়ন আপডেট এপ্রিল ২০১৯’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, "বিশ্বে যে পাঁচ দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) সবচেয়ে দ্রুত বাড়ছে, বাংলাদেশ তার মধ্যে একটি। বেসরকারি খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও রপ্তানি ও রেমিটেন্সের ওপর ভিত্তি করে বাংলাদেশ চলতি অর্থবছরে ৭ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে পারে"।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরো বলা হয়, "সার্বিকভাবে বিশ্বের অর্থনীতি এগিয়ে চলছে, আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিতেও গতি বাড়ছে"।
ব্যাংক খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম দুর্বল দিক উল্লেখ করে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোকে সঠিকভাবে কাজ করার স্বাধীনতা প্রদান ও রাজস্ব আদায়ে জোর দেয়ার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
এছাড়াও প্রবৃদ্ধি টেকসই রাখতে সংস্কারের ধারাবাহিকতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছে বিশ্বব্যাংক।
মতামত দিন