দশম শ্রেণীর ছাত্রী জান্নাতি আক্তার (১৫) ৪৭ দিনেও উদ্ধার না হওয়ায় তাকে উদ্ধারে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন ভিকটিম পরিবার
পটুয়াখালী জেলার কলাপাড়ায় অপহৃত লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জান্নাতি আক্তার (১৫) ৪৭ দিনেও উদ্ধার না হওয়ায় তাকে উদ্ধারে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন ভিকটিম পরিবার।
শনিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে কান্নাভেজা কণ্ঠে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পিতা মশিউর রহমান।
এ সময় ভিকটিমের মা রাবেয়া বেগম, চাচি আকলিমা বেগম, ফুপু জিন্নাত জাহান এবং মামা প্রধান শিক্ষক আবদুল লতিফ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে পিতা মশিউর রহমান বলেন, “আমার মেয়ে লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতি আক্তার গত ২২ আগস্ট সকাল সাড়ে ৮টায় এসাইনমেন্ট আনার জন্য বাড়ী থেকে স্কুলে যায়। এরপর আর সে বাড়ী ফেরেনি।”
এ ঘটনায় গত ২৩ আগস্ট কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন ভুক্তভোগী পিতা মশিউর রহমান। এরপর ১ সেপ্টেম্বর কলাপাড়া থানায় স্থানীয় তরুণ রাব্বিকে প্রধান আসামী করে আরও ৭ জনের নামে অপহরণ মামলা দায়ের করেন তিনি।
মামলা দায়েরের পর এজাহারভুক্ত তিন নম্বর আসামী রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। ৩৫ দিন পর রুহুল আমিন কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে অপর আসামীরাসহ মামলা প্রত্যাহারের জন্য তার পরিবারের সদস্যদের ভীতি প্রদর্শন করতে থাকে। অথচ অপহরণের ৪৭ দিনেও উদ্ধার হয়নি অপহৃত মেয়ে জান্নাতি।
মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার এস আই জাকির হোসেন বলেন, “মামলা দায়েরের পর এজাহার ভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। ভিকটিমকে উদ্ধারসহ এজাহার ভুক্ত অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত আছে।”
মতামত দিন