সাভারে স্ত্রীর সহযোগিতায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে সেকেন্দার আলী (৫৭) নামে এক কবিরাজের বিরুদ্ধে
সাভারে স্ত্রীর সহযোগিতায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে সেকেন্দার আলী (৫৭) নামে এক কবিরাজের বিরুদ্ধে। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) তাহমিদুল ইসলাম।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত রাত ৮টায় সাভার পৌরসভার বাড্ডা ভাটপাড়া এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কবিরাজ সেকেন্দার আলী সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা। সেকেন্দার আলী সাভারের ওই এলাকায় দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা করে আসছেন।
এস আই তাহমিদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে স্থানীয় এক গৃহবধূ সাভার পৌরসভার বাড্ডা ভাটপাড়া এলাকার কবিরাজ সেকেন্দার আলীর বাড়িতে চিকিৎসার জন্য যান। কবিরাজ তাকে চিকিৎসাসেবা না দিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় ওই কবিরাজের স্ত্রী ধর্ষণের ভিডিও ধারণ করেন।
শনিবার সকালে সাভার মডেল থানায় কবিরাজ সেকেন্দার আলীকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন ওই গৃহবধূ। ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় কবিরাজের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানায় নেওয়া হয়েছে। প্রধান আসামী সেকেন্দার আলীকে আটকের চেষ্টা চলছে।
মতামত দিন