পরিবারের সঙ্গে আসা একজন চিকিৎসক তাৎক্ষণিক জিল্লুর আহমেদকে দেখে তার হৃদযন্ত্রে সমস্যা হয়েছে বলে জানান
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী গ্রামের “সারাহ রিসোর্টে এক ব্যাক্তির “রহস্যজনক” মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) দিবাগত রাতে জিল্লুর আহমেদ (৬৮) নামে ওই ব্যাক্তির মৃত্যু হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আরশাদ মিয়া ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জিল্লুর আহমেদ সপরিবারে বৃহস্পতিবার ওই রিসোর্টে বেড়াতে আসেন। শুক্রবার দিনব্যাপী ঘোরাফেরার পর রাতের খাবার শেষে তারা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। রাত সাড়ে ৯টার দিকে জিল্লুর আহমেদ বড় ভাই জামাল আব্দুন নাসেরের কক্ষে গিয়ে ডাকাডাকি শুরু করেন। দরজা খোলার পর জিল্লুর আহমেদের শারীরিক অবস্থা অস্বাভাবিক দুর্বল দেখতে পান। ওই পরিবারের সঙ্গে আসা একজন চিকিৎসক তাৎক্ষণিক জিল্লুর আহমেদকে দেখে তার হৃদযন্ত্রে সমস্যা হয়েছে বলে জানান। এর কিছুক্ষণের মধ্যেই তার মত্যু হয়। খবর পেয়ে শনিবার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে করা একটি সাধারণ ডায়েরীতে হৃদযন্তের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার কারণ উল্লেখ করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।
মতামত দিন