হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, যৌনপল্লীর সুজনের বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাতের যেকোনো এক সময়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।
মতামত দিন