বিকেল ৫টা ৪০ মিনিটে টিকাগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন জানিয়েছে
শনিবার (৯ অক্টোবর) ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের ১০ লাখ ডোজ (১ মিলিয়ন) কোভিশিল্ডের টিকা দেশে আসছে।
বিকেল ৫টা ৪০ মিনিটে টিকাগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন জানিয়েছে।
বাংলাদেশের সরকার গত বছরের ১৩ ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার তিন কোটি ডোজ কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি সই করে। টিকা পেতে সেরামকে প্রায় এক হাজার তিন শ কোটি টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে। চুক্তি অনুযায়ী, বাংলাদেশের প্রতি মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা ছিল। কিন্তু, এ পর্যন্ত দুই কিস্তিতে মাত্র ৭০ লাখ ডোজ টিকা পাওয়া গেছে। এ ছাড়া, ভারত সরকার উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ টিকা পাঠিয়েছিল। এরপর ভারত সরকারের টিকা রপ্তানি নিষেধাজ্ঞার কারণে তা বন্ধ ছিল।
মতামত দিন