এখনও নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি
কুমিল্লায় শ্বাসরোধে হত্যার পর কালভার্টের নিচে অজ্ঞাত এক যুবকের মরদেহ রেখে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (৯ অক্টোবর) কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বলদাখাল থেকে চাঁদপুর জেলার মতলব সড়কের গোয়ালমারীর লামচরী মোড় সংলগ্ন কালভার্টের নিচে অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর মরদেহ রেখে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাকের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনও নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
মতামত দিন