ট্রলারটিতে ১৮ জন যাত্রী ছিল
রাজধানী ঢাকার উপকণ্ঠে সাভারের আমিন বাজার এলাকায় তুরাগ নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত এক নারী ও দুই শিশুর মৃত্যু হয়েছে।
তবে নিহতদের কারও পরিচয় এখনও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল ইতোমধ্যে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা ট্রিবিউনকে জানিয়েছে, শনিবার (৯ অক্টোবর) দুপুর ১২ টায় গাবতলীর কয়লারঘাট ল্যান্ডিং স্টেশনের সামনে একটি বালুবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের ফলে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ট্রলারে ১৮ জন যাত্রী ছিল। যাদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে এখন পর্যন্ত আরও চারজন নিখোঁজ রয়েছেন।
আমিনবাজার নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির প্রথম আলোকে বলেছেন, প্রাথমিকভাবে জানা গেছে ট্রলারটি যাত্রী পারাপারের সময় ডুবে গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানমের বরাত দিয়ে প্রথম আলোকে জানিয়েছে, শনিবার সকাল নয়টায় ট্রলারডুবির খবর আসে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ডুবুরির দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মতামত দিন