এমনকি ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অভিযোগ, ‘একজন ভাল ছাত্রীর রাতে বাসে একা থাকা উচিত নয়’, তাকে উদ্দেশ্য করে এসব কথাও বলে আটক ওই হেল্পার,
রাজধানীর রামপুরা এলাকায় বাড়ি ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগে এক বাস কন্ডাক্টরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় তরঙ্গ প্লাসের একটি বাসে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম রাফিয়া তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
রাফিয়া জানান, এ ব্যাপারে তিনি বৃহস্পতিবার রাতে রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে রামপুরা সড়ক থেকে “তরঙ্গ প্লাস”-এর ঢাকা মেট্রো ক ১৫-৭৭৭৮ নম্বর বাসে উঠেছিলেন। বাসে ওঠার পর থেকেই তাকে ধারাবাহিকভাবে হয়রানি করা হচ্ছিল।
রাফিয়া অভিযোগ করেন, “যখন আমি অর্ধেক ভাড়া দিতে আমার পরিচয়পত্র দেখাই সে সময় আমাকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার হুমকি দেয় সে।”
“একজন ভাল ছাত্রীর রাতে বাসে একা থাকা উচিত নয়,” রাফিয়া কন্ডাক্টরের উদ্ধৃতি দিয়ে বলেন, “সে আমার কাছে আসায়, আমি ভয় পেয়ে তাকে থাপ্পড় মেরেছি। কারণ আমরা সবাই জানি লোকাল বাসে একজন মেয়ের অভিজ্ঞতা বাংলাদেশে খুব একটা সুখের নয়।”
এরপরই লোকটি আমাকে বাসের মধ্যে ফেলে দিয়ে ঘুষি, লাথি মারতে থাকে। এতে আমার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। বাসচালক এসে তাকে পেছনে টান না দিলে, সে আমাকে ফেলেই দিত।
রাফিয়া জানান, বাস থেকে নামার পরই তিনি রামপুরা থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “জিডি কপি পাওয়ার পর আমরা অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাই। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
মতামত দিন