পানামার পতাকাবাহী জাহাজ ‘‘মায়েকর্স জাকার্তা’’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য নিয়ে আসে
চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে একটি বিদেশি জাহাজ থেকে পড়ে হু হাইকিয়াং (৩৮) নামের এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি ‘‘মায়েকর্স জাকার্তা’’ জাহাজের ক্রু হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (৮ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ অক্টোবর) পানামার পতাকাবাহী জাহাজ ‘‘মায়েকর্স জাকার্তা’’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য নিয়ে আসে। শুক্রবার সকালে বহির্নোঙরে নোঙর করতে গিয়ে ছিটকে সাগরে পড়ে যান হাইকিয়াং হু।
এ সময় কোস্টগার্ডকে খবর দেয়া হলে কোস্টগার্ডের টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নাবিক হাইকিয়াং হুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জাহাজের স্থানীয় এজেন্ট আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত ও নিহতের লাশ তার নিজ দেশে পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
মতামত দিন