উদ্ধারকৃত অজগর তিনটিকে পরে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়
সিলেটের বালুচর, আলুরতল এবং মেজরটিলা এলাকার বিভিন্ন বসতবাড়ি থেকে বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে ও শুক্রবার সকালে তিনটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত সাপ তিনটিকে টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করা হয়।
সিলেট বন বিভাগের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বালুচরের জোনাকি আবাসিক এলাকার বাসিন্দা ও ইউপি সদস্য শাহ আলমের বাড়ি থেকে একটি, আলুরতল এলাকার আব্দুল মান্নানের বাড়ি থেকে দিবাগত রাত রাত সাড়ে ১২টার দিকে একটি এবং মেজরটিলার সৈয়দপুর এলাকার রাবেয়া বেগমের বাড়ি থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আরেকটি অজগর সাপ উদ্ধার করা হয়।
সিলেট বন বিভাগের কর্মকর্তারা আরও জানান, ভূমিসন্তান বাংলাদেশের কর্মীদের সহযোগিতায় বন বিভাগ সাপগুলো উদ্ধার করে।
ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির বলেন, ‘‘আগে এই অঞ্চল এবং এর পার্শ্ববর্তী চা বাগান এবং টিলাগড় ইকো পার্ক এলাকা অজগর সাপের নিরাপদ চারণভূমি ছিলো। কিন্তু সম্প্রতি খাদ্য সংকটের কারণে এসব সাপ লোকালয়ে প্রবেশ করছে।’’
সাপগুলোকে দেখার পর সেগুলোকে হত্যা না করে পরিবেশকর্মী ও বনবিভাগকে উদ্ধার করার জন্য জানানোয় স্থানীয়দের ধন্যবাদ জানান তিনি।
আশরাফুল কবির আরও বলেন, ‘‘অজগর সাপ বিষাক্ত না এবং সাধারণত মানুষকে আক্রমণ করে না। তাই লোকালয়ে অজগর সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা পরিবেশকর্মীদের জানালে তারা উদ্ধার করে সাপটিকে রক্ষা করতে পারবেন।’’
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম বলেন, ‘‘বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে উদ্ধার হওয়া অজগর সাপ তিনটিকে টিলাগড় ইকো পার্কের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।’’
মতামত দিন