অক্টোবরের প্রথম সাত দিনে মারা গেছেন ৪ জন
অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দেড় হাজার রোগী। ফলে এ বছরে ডেঙ্গু হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯ হাজার ৬৯৪ জন।
অন্যদিকে, অক্টোবরের প্রথম সাত দিনে মারা গেছেন ৪ জন। আর এ পর্যন্ত মোট মারা গেছে ৭৩ জন।
শুক্রবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫০ জন।
এদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৩৭ জন এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩ জন।
এছাড়া, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৮৬ জন। এদের মধ্যে রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭২৯ জন এবং রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১৫৭ জন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জন মারা গেলেও শুধুমাত্র আগস্ট মাসেই মারা গেছে ৩৩ জন। এবং সেপ্টেম্বর মাসে ২৩ জন মারা গেছে।
২০২০ সালের করোনাভাইরাস মহামারি মধ্যে ডেঙ্গুর প্রকোপ তেমন একটা দেখা না গেলেও ২০১৯ সালে সর্বোচ্চ ১৪৮ জন মারা যায়।
মতামত দিন