একটানা বৃষ্টি হলেই তাপমাত্রা ঠাণ্ডা হবে বলে শুক্রবার (৮ অক্টোবর) ঢাকা ট্রিবিউনকে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিন আলম
অনিয়মিত বৃষ্টিপাত এবং উচ্চ আর্দ্রতার কারণে সারাদেশের মানুষ গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন। একটানা বৃষ্টি হলেই তাপমাত্রা ঠাণ্ডা হবে বলে শুক্রবার (৮ অক্টোবর) ঢাকা ট্রিবিউনকে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিন আলম।
তিনি জানান, অক্টোবরের শেষ দিকে মৌসুমি বায়ু বাংলাদেশ ছেড়ে গেলে শীতের অনুভূতি শুরু হবে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ঢাকাসহ দেশের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া বিভাগ জানিয়েছে, “মৌসুমী ট্রাফের অক্ষ ভারতের পূর্ব রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যভাগ জুড়ে আসাম পর্যন্ত চলে গেছে। এর একটি সংযুক্ত ট্রাফ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের উপর মৌসুমি কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল।”
এতে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের এক বা দুটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ অক্টোবর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে (৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছিল।
আবহাওয়া অফিসের আবহাওয়া বুলেটিনে জানানো হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে।
মতামত দিন