রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৫.৬
রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৫.৬। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) এক কর্মকর্তার মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের মনিওয়া অঞ্চলে।
সিলেটকে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বারবারই বলে আসছেন বিশেষজ্ঞেরা। সক্রিয় চ্যুতির কারণে এখানে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি সিলেটে বেশ কয়েকটি ছোট ছোট ভূমিকম্পের ঘটনা ঘটেছে।
এর আগে, এর আগে গত ৭ জুন এক মিনিটের ব্যবধানে সিলেটে দুই দফায় ভূমিকম্প হয়। তার আগে গত ৩০ ও ৩১ মে পাঁচ দফা কেঁপে ওঠে সিলেট। সে সময় সিলেটের বেশ কয়েকটি ভবন হেলে পড়েছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, সিলেট “ডাউকি ফল্টের” কাছে অবস্থিত, যা এক শতাব্দীতে বেশ কয়েকটি ধ্বংসাত্মক ভূমিকম্পের জন্য দায়ী।
অন্যদিকে, বঙ্গোপসাগরের প্লেট বাউন্ডারি ফল্ট ১, ২ ও ৩ এর কারণে চট্টগ্রাম ঝুঁকিপূর্ণ।
মতামত দিন