সাড়ে ২২ কোটি টাকা মূল্যের কোকেন উদ্ধারের এই মামলায় আরও ৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন আদালত
খুলনায় সাড়ে ২২ কোটি টাকার কোকেন উদ্ধার মামলার রায়ে বিকাশ চন্দ্র বিশ্বাস নামের একজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। সেই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এছাড়া আসামি সোহেল সোহেলকে আমৃত্যু কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এছাড়া আসামি ছবিরকে দেওয়া হয়েছে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড। বিকাশ চন্দ্র মন্ডল, ফজলুর রহমান ও এস এম এরশাদকে ১০ বছর করে কারাদণ্ড, ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১২ আগস্ট খুলনা মহানগর, দাকোপ ও রূপসাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি ২৫০ গ্রাম কোকেনসহ ছয় জনকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। যার আনুমানিক মূল্য ২২ কেটি ৫০ লাখ টাকা।
র্যাব কর্মকর্তা মো. রবিউল ইসলাম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে রূপসা থানায় মাদক আইনে মামলা করেন। মামলা তদন্ত করেন র্যাব-৬ এর এসপি বজলুর রশিদ। তিনি ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর আদালতে ছয় জনের নামে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে মামলার শুনানি চলাকালে ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট এনামুল হক, এডভোকেট এসএম ইলিয়াস খান ও অ্যাডভোকেট শাম্মী আক্তার। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান মিল্টন, এডভোকেট তৌফিক উল্লাহ, অ্যাডভোকেট খোরশেদ আলম।
মতামত দিন