তারা সবাই দেড় মাস আগে চীন থেকে তালতলীতে আসেন
বরগুনা জেলার তালতলী উপজেলায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ২২ জন চীনা নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবাই দেড় মাস আগে চীন থেকে তালতলীতে আসেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এ তথ্য জানান বরগুনা জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান।
তিনি জানান, তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের ২২ জন চীনা নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। বরগুনায় জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ১০৯ জন।
বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা যায়, কোভিড উপসর্গ নিয়ে বুধবার (৬ অক্টোবর) তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৩৭ জন চীনা নাগরিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। সেখান থেকে তাদের নমুনা বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরীক্ষা শেষে বৃহস্পতিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তাদের প্রতিবেদন পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়, নমুনা দেওয়া ৩৭ জনের মধ্যে ২২ জন চীনা নাগরিক কোভিড পজিটিভ।
জানা যায়, এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্রে ৩০০ অ্যান্টিজেন কিট পাঠানো হয়েছে। বিকেল থেকেই চীনা নাগরিকদের সংস্পর্শে আসা বাংলাদেশিদের কোভিড টেস্ট করানো হবে।
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ২২ জন চীনা নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে। কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য পরিবহন ও অক্সিজেন প্রস্তুত রয়েছে।
মতামত দিন