মঙ্গলবার (৫ অক্টোবর) রাত ৮ টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সাব-মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনে কর্মরত আনসার সদস্য রনি হাওলাদারকে (২৮) গলায় ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রাত ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
আহত রনির বাড়ি ঝালকাঠী জেলার নলছিটি উপজেলায় । সে ওই এলাকার শাহআলম হাওলাদারের ছেলে।
কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কামরুন্নাহার মিলি বলেন, “আনসার সদস্যের গলার শিরা কেটে গিয়েছিল। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল পাঠানো হয়েছে।”
সাব মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনে কর্মরত অপর এক আনসার সদস্য জাকির হাওলাদার জানান, ঘটনার সময় চার জনের একদল দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে রনি হাওলাদারকে ছুরিকাহত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। তবে কত টাকা তা তিনি বলতে পারেনি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, এ ঘটনায় রাতভর চেষ্টা চালিয়ে দোষীদের শনাক্ত করা হয়েছে । তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে । মামলাও প্রক্রিয়াধীন বলে তিনি উল্লেখ করেন।
মতামত দিন