হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ থেকে উড়োজাহাজে উঠা পর্যন্ত কমপক্ষে ১০ বার লাইনে দাঁড়াতে হয়। যাত্রীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ থেকে উড়োজাহাজে উঠা পর্যন্ত কমপক্ষে ১০ বার লাইনে দাঁড়াতে হয়। যাত্রীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। এরকম পরিস্থিতিতে ভিআইপি বা বিশেষ ব্যক্তিদের জন্য আলাদা বুথের দাবি ওঠে। সে অনুযায়ী এবার বিশেষ ব্যক্তিদের জন্য পৃথকভাবে বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, স্যাম্পল সংগ্রহ করার জন্য বিমানবন্দরে টার্মিনাল ভবনের দ্বিতীয় তলায় ১০টি বুথ রয়েছে। একটি পিসিআর মেশিনে স্যাম্পল পরীক্ষা করতে সময় লাগে আড়াই ঘণ্টা। এ জন্য বিমানবন্দরে ৭-৮ ঘণ্টা আগে আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এরকম পরিস্থিতিতে বিশেষ ব্যক্তিদের আলাদাভাবে দ্রুত পরীক্ষার ব্যবস্থা রাখতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ ব্যক্তিদের নিয়ে জটিলতা যেন তৈরি না হয়, সে কারণেই পরিকল্পনায় নতুন করে আসছে তাদের আলাদা করে বুথের ব্যবস্থা করার বিষয়টি। তবে এটি এখনও প্রাথমিক আলোচনায় নেওয়া সিদ্ধান্ত। এক্ষেত্রে র্যাপিড পিসিআর মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হবে। এর জন্য ফি যাত্রীকেই বহন করতে হবে।
বিমানবন্দরে সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, “আলাদা বুথ স্থাপনের জন্য আলাপ আলোচনা চলছে। এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ল্যাবগুলোকে এ বিষয়ে প্রস্তাব দিতে বলা হয়েছে।”
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাস পরীক্ষার জন্য ৬টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মতামত দিন