সুইডেনের জনস্বাস্থ্য সংস্থার দাবি, মডার্নার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে হৃদপিণ্ডের পেশি বা চারপাশের থলিতে প্রদাহের ঝুঁকি বেড়ে যায়
সুইডেনে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ৩০ বছর ও এর চেয়ে কম বয়সীদের মডার্নার টিকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সুইডেনের জনস্বাস্থ্য সংস্থার একটি বিবৃতিতে বলা হয়, মডার্নার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে হৃদপিণ্ডের পেশি বা চারপাশের থলিতে প্রদাহের ঝুঁকি বেড়ে যায়। তাই তরুণদের জন্য এ টিকা দেওয়া বন্ধ করা হয়েছে।
দেশটির প্রধান মহামারি বিশেষজ্ঞ অ্যান্ডার্স টেগনেল জানান, তারা বিষয়টি নিয়ে এখনও পর্যবেক্ষণ করছেন এবং টিকা যেন সবার জন্য নিরাপদভাবে কাজ করে সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন।
গত জুলাই মাসে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিন্সি এজেন্সি ১২ থেকে ১৭ বছর বয়সীদের মডার্নার টিকা প্রয়োগের অনুমতি দেয়।
এটিই ছিল ১৮ বছরের কম বয়সীদের জন্য প্রথম টিকা দানের অনুমোদন। কিন্তু, এখন পর্যন্ত কোনো দেশে মর্ডানার টিকা শিশুদের ওপর প্রয়োগ করা হয়নি। ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতে ১৮ বছরের কমবয়সী শিশুদের জন্য শুধুমাত্র ফাইজার-বায়োএনটেক টিকা অনুমোদন দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত বিশ্বে প্রায় কয়েক কোটি প্রাপ্ত বয়স্ক মানুষকে মডার্নার টিকা দেওয়া হয়েছে। এমনকি, ১২ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রেও ক্ষেত্রেও এ টিকাটি প্রায় সমান সুরক্ষা দিয়ে থাকে।
সেক্ষেত্রে, টিকাদানের পরবর্তী পার্শ্বপ্রতিক্রিয়াও প্রাপ্তবয়স্কদের মতোই সাধারণ।
কিন্তু, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা সতর্ক করে জানায়, মডার্না ও ফাইজারের টিকা প্রদানের ফলে কিশোর ও তরুণদের মধ্যে কিছু বিরল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
মতামত দিন