গত ৩ মার্চ উদ্ধার করা হয় সাতটি ‘পাটাগোনিয়ান মারা’। এর মধ্যে জীবিত দুটির ঠাঁই হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে
সাতক্ষীরা সীমান্ত থেকে গত ৩ মার্চ উদ্ধার করা সাতটি “পাটাগোনিয়ান মারা”র মধ্যে জীবিত দুটির ঠাঁই হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। খরগোশ বা গিনিপিগ গোত্রীয় স্তন্যপায়ী প্রাণী “পাটাগোনিয়ান মারা”। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তবিবুর রহমান বলেন, “গত ৬ সেপ্টেম্বর দুটি ‘পাটাগোনিয়ান মারা’ সাফারি পার্কে দেওয়া হয়েছিল। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় গত ৩ মার্চ সাতটি ‘পাটাগোনিয়ান মারা’ উদ্ধার করে। পরে সেগুলো প্রায় পাঁচ মাস তাদের সংরক্ষণে রাখা হয়। এর মধ্যে একটি মারা যায়। পরে বিজিবি গত ২২ আগস্ট এ প্রাণীগুলোকে হস্তান্তর করেন বন বিভাগের কাছে। এ প্রাণীগুলো আসলে আর্জেন্টিনার প্রাণী ‘পাটাগোনিয়ান মারা’।”
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, “বিজিবির কাছ থেকে আদালতের মাধ্যমে মোট ছয়টি প্রাণী বুঝে পাই। বিজিবি’র কাছ থেকে প্রাণীগুলো পাওয়ার পর বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়। সেখানে গত ৩১ আগস্ট একটি নতুন অতিথির জন্ম হয়। পরে একে একে ৫টি মারা যায়। অবশিষ্ট দুটিকে ৬ সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছিল।”
“পাটাগোনিয়ান মারা” সাধারণত ২৭ ইঞ্চি দীর্ঘ এবং ওজনে ৮ থেকে ১৬ কেজি পর্যন্ত হয়। এরা সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।
মতামত দিন