তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করেছে র্যাব
যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাবেক সংবাদকর্মী কনক সরওয়ারের বোন নুসরাত শাহরিনকে পৃথক দুটি মামলায় পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার (৬ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের উপপরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানিয়েছে, সোমবার (৪ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করেছে র্যাব।
ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নুসরাত শাহরিনকে বুধবার ঢাকার আদালতে হাজির করে সাত দিন করে ১৪ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
আরও পড়ুন: কনক সারোয়ারের বোন গ্রেপ্তার
এর আগে র্যাব জানায়, বিদেশে অবস্থানকারী একটি “চক্র” দেশে থাকা “এজেন্টদের যোগসাজশে” ভার্চুয়ালি “রাষ্ট্রবিরোধী অপপ্রচার” চালাচ্ছে, এমন বিষয় র্যাবের গোয়েন্দা নজরে আসার পর তাদের ধরতে সক্রিয় হয় তারা। ভাইকে সাহায্য করতে এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন রাকা, এমনটিও জানায় তারা।
মতামত দিন