২টি এমআই-১৭১এ২ মডেলের হেলিকপ্টারে ব্যয় হবে ৪২৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার টাকা
পুলিশ বাহিনীকে আরও আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে যোগ হচ্ছে দুটি এমআই-১৭১এ২ মডেলের হেলিকপ্টার। রাশিয়া থেকে জি-টু-জি পদ্ধতিতে হেলিকপ্টার দুটি কেনা হবে। এজন্য ব্যয় হবে ৪২৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার টাকা।
বুধবার (৬ অক্টোবর) বিকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ ক্রয়প্রস্তাব অনুমোদন করেছে।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন বলেন, “রাশিয়ার নিকট থেকে জি-টু-জি পদ্ধতিতে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান জেএসসি রাশিয়ান থেকে ২টি হেলিকপ্টার কেনা হবে।”
জি-টু-জি পদ্ধতিতে পুলিশের জন্য দুটি হেলিকপ্টার ক্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী জননিরাপত্তা বিভাগ কার্যপরিধিসহ জি-টু-জি কমিটি গঠন করে। পরে টেকনিকেল স্পেসিফিকেশন কমিটি এবং মূল্য নির্ধারণ/নেগোসিয়েশন কমিটি গঠন করে।
টেকনিক্যাল স্পেসিফিকেশন কমিটির সদস্যরা বাংলাদেশ পুলিশের জন্য মাল্টি ইঞ্জিন, অত্যাধুনিক গ্লাস ককপিটসমৃদ্ধ মিডিয়াম ক্যাটাগরির হেলিকপ্টার নির্বাচনের বিষয়টি বিবেচনায় আনেন। টেকনিক্যাল কমিটির সদস্যরা রাশিয়ান হেলিকপ্টারর্স এর বিভিন্ন মডেলের হেলিকপ্টারের স্পেসিফিকেশন যাচাই-বাছাই করে আধুনিক ও যুগপোযোগী এমআই-১৭১এ২ মডেলের দুটি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নেয়।
এমআই-১৭১এ২ মডেলের হেলিকপ্টারগুলো রাশিয়ার “মিল মস্কো হেলিকপ্টার প্ল্যান্ট” এর তৈরি মিডিয়াম ক্লাস নাগরিক যাত্রী পরিবহন হেলিকপ্টার।
হেলিকপ্টার ২টি পুলিশের হাতে আসার পর যেসব সুবিধা হবে তা হলো- আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দুর্গম ও দূরবর্তী অঞ্চলে পুলিশ সদস্যদের পরিবহন করা যাবে। সার্চ অ্যান্ড রেসকিউ আপারেশন সক্ষমতা বাড়বে। জরুরি পরিস্থিতিতে অগ্নিনির্বাপন করা যাবে। রসদ ও কার্গো পরিবহন সুবিধা হবে, ইত্যাদি।
মতামত দিন