পত্রিকার সার্কুলেশনেও শৃঙ্খলা আনা হবে। এছাড়া গণমাধ্যমকর্মী আইনটি এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আগামী বছর থেকে অনলাইন পোর্টাল নতুনভাবে আত্মপ্রকাশ করার আগেই রেজিস্ট্রেশন করতে হবে।
বুধবার (৬ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, “ক্লিন ফিড চালুর জন্য ক্যাবল অপারেটরদের কোনোরকম সময় দেওয়া হবে না। তারা সময় চাইলেও এর পক্ষপাতী নয় সরকার। যারা বিদেশি চ্যানেল ক্লিন ফিড দিয়ে চালাচ্ছে তাদেরগুলো এখন চলবে। যাদের ক্লিন ফিড নেই তাদেরগুলো চলবে না। ক্লিন ফিড নিয়ে চ্যানেল সম্প্রচার না হলে চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। এ বিষয়টি ভারত সরকার আগে থেকেই জানে। এটা নিয়ে তাদের কোনো সমস্যা নেই।”
তিনি আরও বলেন, “ব্যাঙের ছাতার মতো আইপি টিভির রেজিস্ট্রেশন দেওয়া হবে না। তবে সম্প্রচার নীতিমালা অনুযায়ী আইপিটিভি কোনো সংবাদ প্রচার করতে পারবে না। পত্রিকার সার্কুলেশনেও শৃঙ্খলা আনা হবে। এছাড়া গণমাধ্যমকর্মী আইনটি এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। শিগগিরই এই আইন মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য পাঠানো হবে।”
মতামত দিন