আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপনের অংশ হিসেবে প্ল্যান ইন্টারন্যাশনালের বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবেই এ আয়োজন
একদিনের জন্যে রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের প্রতীকী দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিরল এক অভিজ্ঞতা অর্জন করেছে বৈশাখী ঝা সূচনা। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপনের অংশ হিসেবে প্ল্যান ইন্টারন্যাশনালের “গার্লস টেকওভার” ক্যাম্পেইনের অংশ হিসেবে এই এসএসসি পরীক্ষার্থীকে এ দায়িত্ব দেওয়া হয়।
দিনের শুরুতে সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান (মোস্তফা) ফুল দিয়ে বৈশাখীকে স্বাগত জানান এবং প্রতীকী মেয়র হিসেবে তাকে কর্পোরেশনের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
পরিচয়পর্ব শেষে সিটি কর্পোরেশনের ১৮টি বিভাগ, প্রধান প্রধান দায়িত্ব এবং প্রতিদিনের কাজ সম্পর্কে বৈশাখীকে অবহিত করেন মেয়র।
এদিন মেয়রের সঙ্গে বৈশাখী প্রতিদিনের কাজে অংশ নেয়। একজন মেয়র কীভাবে তার নিত্যদিনের কাজ, নেতৃত্বদান, বিভিন্ন বিষয়ে আলোচনা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথাবার্তা এবং সিদ্ধান্তগ্রহণের বিষয় প্রত্যক্ষভাবে বোঝানো হয় বৈশাখীকে। দাপ্তরিক কাজ শেষে বৈশাখী এবং মেয়র পরস্পরের অভিজ্ঞতা বিনিময় করেন।
কন্যাশিশুদের ক্ষমতায়নের জন্য এই ধরনের একটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ধন্যবাদ জানান সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বব্যাপী “গার্লস টেকওভার” বিশেষ ক্যাম্পেইন আয়োজন করে। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো কিশোরী ও যুব নারীদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষী হওয়ার স্বপ্ন জাগিয়ে তোলা এবং তাদের মাঝে বিশ্বাস স্থাপন করা যে তারা স্বপ্ন দেখার পাশাপাশি নেতৃত্বদানে পারদর্শী এবং স্বাধীন।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের প্রতীকি দায়িত্ব পালনের অনুভূতি জানিয়ে বৈশাখী বলেন, “প্রতীকীভাবে মেয়রের ভূমিকা পালন করে আমার জীবনে একটি নতুন স্বপ্ন তৈরি হয়েছে। আমি সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ সম্পর্কে এবং এই বিভাগগুলো কিভাবে জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করে তা জানতে পেরেছি।”
তবে মেয়ে শিশুদের অধিকার রক্ষায় বৈশাখীর কাজ করার ঘটনা এবারই প্রথম নয়। তার এলাকায় মেয়েরা যাতে ন্যায্য অধিকার পায় সেই বিষয়ে বৈশাখী কাজ করে যাচ্ছে। বৈশাখী তার এলাকায় পাঁচটি বাল্যবিবাহ বন্ধ করে বাল্যবিবাহ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। করোনাভাইরাস মহামারি প্রতিরোধে এলাকার জনগণের মধ্যে মাস্ক বিতরণ করেছে এবং করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন তথ্য সরবরাহ করেছে।
এছাড়া, বৈশাখী তার এলাকার ২০ জন শিশুকে বিনাবেতনে পড়িয়েছে যেন তারা বিদ্যালয় থেকে ঝরে না পড়ে।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান (মোস্তফা) বলেন, “সিটি কর্পোরেশনের মেয়রের মতো চ্যালেঞ্জিং পদে নেতৃত্ব বিকাশের জন্য মেয়েদের এগিয়ে আসতে হবে। মেয়রের পদটি একটি চ্যালেঞ্জিং পদ কারণ আমাদের বহুবিধ বিষয় নিয়ে কাজ করতে হয়। নেতৃত্ব, জ্ঞান, এবং ধৈর্য্য- এই ৩টি গুণ কারও লক্ষ্যে পৌঁছাতে খুবই গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও ওয়ার্ড় কাউন্সিলর মো. মাহমুদুর রহমান টিটো, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ভারপ্রাপ্ত ডিভিশনাল ম্যানেজার ডা. হৃষিকেশ সরকার, ইউএনডিপি এর টাউন ম্যানেজার মো. মোবারক হোসেন, সরকারি অফিসের কর্মকর্তা, সাংবাদিক, কিশোর-কিশোরী, অভিভাবক এবং বেসরকারি সংস্থার কর্মকর্তা।
উল্লেখ্য, “গার্লস টেকওভার” ক্যাম্পেইনটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের বৈশ্বিক কার্যক্রম। আন্তর্জাতিক কন্যা দিবস উদযাপন উপলক্ষে ২০১৬ সাল থেকে প্ল্যান ইন্টারন্যাশনাল এই ক্যাম্পেইনের আয়োজন করে আসছে।
মতামত দিন