দুর্ঘটনার পর থেকে লরি চালক পলাতক রয়েছেন
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া কন্টেইনার বোঝাই লরির নিচে চাপা পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার gcj চালক ও এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (৬ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি ও বাটপাড়া রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার বিষ্ণুপুর গ্রামের জামিল হোসেন (৩২) এবং একই উপজেলার বাটপাড়া গ্ৰামের মোজাম্মেল হোসেন (৩০)।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বুধবার সকালে সুয়াগাজী ও বাটপাড়া সড়কের মাথায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ চট্টগ্রাম থেকে ঢাকাগামী কন্টেইনার বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে রাস্তার মাথায় এসে উল্টে যায়। তখন অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে থাকা চালক এবং এক পথচারী কন্টেইনারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আনিসুর রহমান বলেন, “কন্টেইনার বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমের ঘোরে ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া লরিতে থাকা কনটেইনারে নিচে চাপা পড়ে দুই জন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে লরি চালক পলাতক রয়েছেন।”
এছাড়া, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করেছে বলেও জানান তিনি।
মতামত দিন