রবিববার সন্ধ্যার দিকে সাকিবের সমবয়সী এক কিশোর এসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, এরপর আর সে বাড়িতে ফেরেনি
বরিশাল সদর উপজেলায় কলাবাগান থেকে সাকিব (১৫) নামের নবম শ্রেণি একছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সাকিব রাজার চর গ্রামের মো. আনোয়ারের ছেলে এবং রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
পুলিশের ধারণা তাকে হত্যার পর মৃতদেহ বাগানে ফেলে দেয়া হয়েছে। প্রেমের দ্বন্দ্ব নিয়ে এ খুন হয়ে থাকতে পারে বলে স্থানীয়রা মনে করছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে রাজারচর গ্রামের চরকান্দা এলাকার ওই বাগানে মৃতদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
সাকিবের স্বজনরা জানান, রবিববার সন্ধ্যার দিকে সাকিবের সমবয়সী এক কিশোর এসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সাকিব আর বাড়ি ফেরেনি। গ্রামের বিভিন্নস্থানে খোঁজাখুজির পরও সাকিবের সন্ধান মেলেনি।
এরপর মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে কলা বাগানের মধ্যে একটি মৃতদেহ দেখে স্থানীয়রা খবর দেন। সেখানে গিয়ে দেখতে পাওয়া যায় মৃতদেহটি সাকিবের।
স্থানীয়রা জানান, সাকিবের সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। ওই কিশোরীকে গ্রামের আরেক কিশোর ভালবাসতো। এ নিয়ে ওই কিশোরের সঙ্গে সাকিবের দ্বন্দ্ব চলছিল।
ঘটনাস্থল থেকে ফিরে কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, মৃতদেহ দেখে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রবিবার সন্ধ্যা থেকে ভোরের মধ্যে এ ঘটনা ঘটতে পারে।
কারা এবং কেন হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে রবিবার সন্ধ্যায় সাকিবকে বাড়ি থেকে এক কিশোর ডেকে নিয়েছিল। তাকে খুঁজে বের করার পর জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
ময়নাতদন্তের জন্য সাকিবের মৃতদেহ বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মতামত দিন