বাবার চেয়ে বড় পুলিশ কর্মকর্তা হতে চেয়েছিলেন ঢাকার হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান লিমন
বাবার চেয়ে বড় পুলিশ কর্মকর্তা হতে চেয়েছিলেন ঢাকার হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান লিমন (২২)। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার সে স্বপ্ন অধরাই রয়ে গেল।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে ট্রাকচাপায় নিহত হয়েছেন লিমন। বগুড়ার শাজাহানপুর উপজেলার সেনানিবাস এলাকার বি-ব্লক ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
লিমনের বাবা নওগাঁ পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মোহাম্মদ নুরুজ্জামান। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে।
নিহত কলেজ ছাত্র আসাদুজ্জামান লিমনের চাচা মাসুদুর রহমান জানান, পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে বগুড়ার শাজাহানপুরের বাড়ি করে বসবাস করতেন। লিমন লেখাপড়া শেষ করে বাবার চেয়ে বড় পুলিশ কর্মকর্তা হতে চেয়েছিলেন। পরিবারের সকলের তেমন ইচ্ছা ছিল। সে লেখাপড়া শেষ না করলেও এখনই পুলিশে চাকরির চেষ্টা করছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন লিমন। বি-ব্লক ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে পৌঁছালে বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এরপর উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
মঙ্গলবার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টার দিকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লিমনের মরদেহ দাফন করা হয়েছে। বাড়িতে শোকের মাতম চলছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ঘাতক ট্রাক শনাক্ত ও এর চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মতামত দিন