একদিনের ব্যবধানে হিলি বন্দরে পেঁয়াজের দাম পাইকারিতে দুই টাকা বেড়েছে
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে একদিনের ব্যবধানে বেড়েছে দামও। সোমবার (৪ অক্টোবর) পাইকারিতে পেঁয়াজের দাম কেজি প্রতি ৪৫ টাকা থাকলেও মঙ্গলবার (৫ অক্টোবর) তা দাঁড়ায় ৪৭ টাকায়।
হিলির পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম ও সেলিম হোসেন জানান, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ও সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দর দিয়ে আমদানি বাড়ানো হয়েছে। কিন্তু ভারতের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে দেশেও দাম বাড়তির দিকে। আগে বন্দর দিয়ে নাসিক ইন্দো জাতের পেঁয়াজ আমদানি হতো। এখন শুধু ইন্দো জাতের পেঁয়াজ আসছে।
জানা যায়, এই সময়ে ভারতের দক্ষিণের নতুন বেলোরি জাতের পেঁয়াজ বাজারে আসার কথা থাকলেও সেখানকার বন্যার কারণে নষ্ট হয়ে যাওয়ায় সেভাবে ওই জাতের পেঁয়াজ বাজারে আসছে না। ফলে দেশটির বাজারে সরবরাহ কমে দাম বেড়েছে। আর ভারত থেকে বেশি দামে আমদানির কারণে দেশের বাজারেও পেঁয়াজের দাম বাড়ছে।
সাধারণত আমদানি করা ও দেশি পেঁয়াজের দামের মধ্যে কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকার পার্থক্য থাকে। দেশের মোকামগুলোতে যে দেশি পেঁয়াজের মণ ছিল ১৬০০ টাকা, সেটি এখন বাড়তে বাড়তে ২৪০০ টাকায় দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা জানান, এতে দেশের বাজারে আমদানি পেঁয়াজের চাহিদা বাড়ায় দামও বাড়ছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও আগের তুলনায় আমদানি কিছুটা বেড়েছে। বন্দর দিয়ে গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনে ৭৯টি ট্রাকে ২,১৫৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
মতামত দিন