এখনও নিহতের পরিচয় জানতে পারেনি পুলিশ
ঢাকার তেজগাঁও এলাকার কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। তবে পুলিশ এখনও নিহতের পরিচয় জানতে পারেনি।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া।
উদ্ধারকারীদের উদ্ধৃতি দিয়ে বাচ্চু মিয়া জানান, ছিনতাইকারী কারওয়ান বাজারের প্রিন্স হোটেলের সামনে ওই ব্যক্তির মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ওই ব্যক্তি বাধা দিলে তখন ছিনতাইকারী তাকে ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে আশেপাশের পথচারীরা তাকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে রাত ১১টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া আরও জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইতোমধ্যে তেজগাঁও পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।
মতামত দিন