দুর্ঘটনার পর থেকেই বাসটির চালক ও তার সহযোগী পলাতক রয়েছে
রংপুর নগরীর হাজিরহাট এলাকায় বাসচাপায় রংপুর সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুজ্জামান নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী ও সন্তান। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রংপুর সদর থানার এএসআই আরিফুজ্জামান তার স্ত্রী ও পুত্র সন্তানকে নিয়ে মোটর সাইকেলে করে পাগলাপীর এলাকা থেকে রংপুর নগরীতে যাচ্ছিলেন। এ সময় হাজিরহাটের কোল্ড স্টোরেজের সামনে রুপা এন্টারপ্রাইজ নামক এক বাসের চাপায় এএসআই আরিফুজ্জামান গুরতর আহত হন। তার স্ত্রী ও ছেলেও আহত হয়। গুরতর আহত অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে এএসআই আরিফুজ্জামান মারা যান। তার স্ত্রী ও ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে ওসি মোস্তাফিজার রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "রুপা এন্টারপ্রাইজ বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী আটক করা যায়নি। দূর্ঘটনার পরপরই তারা বাস ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।"
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্যে নিহত এএসআই আরিফুজ্জামানের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে তার মরদেহ। অবে আহত স্ত্রী ও ছেলের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
মতামত দিন