কারখানার মালিক আনিছুর রহমানের বিরুদ্ধে আগেও ভুয়া কোম্পানি খোলার অভিযোগে কুষ্টিয়া আদালতে তিনটি মামলা রয়েছে বলে জানায় র্যাব
সাবানের পাউডার ও ইউরিয়া সার মিশিয়ে বিভিন্ন প্রসাধনী পণ্য তৈরি করে বাজারজাত করত রাজধানীর মিরপুরের একটি কারখানা।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে মিরপুরে অভিযান চালিয়ে নকল প্রসাধনী তৈরির কারখানাটির সন্ধান পায় র্যাব।
অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও কাঁচামাল।তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে গেছে কারখানার মালিক আনিছুর রহমান।এসময় কারখানার এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ৬ নম্বরের ডি ব্লকের একটি কারখানায় অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মোড়কে নকল প্রসাধনী তৈরি হচ্ছিল।
তিনি বলেন, “এসব প্রসাধনীর কাঁচামাল হিসেবে মোম, ভ্যাসলিন, সাবানের পাউডার, ইউরিয়া ও নকল সুগন্ধি ব্যবহার করা হচ্ছিল। পরে সেগুলো মোড়কজাত করে বিদেশি পণ্য বলে চকবাজারসহ বিভিন্ন জায়গায় বাজারজাত করা হত।”
কারখানার মালিক আনিছুর রহমানের বিরুদ্ধে আগেও ভুয়া কোম্পানি খোলার অভিযোগে কুষ্টিয়া আদালতে তিনটি মামলা রয়েছে বলে জানায় র্যাব।
মতামত দিন