শ্রমিকদের অভিযোগ, কাগজপত্র থাকার পরেও ট্রাফিক পুলিশ বিভিন্ন অজুহাতে মামলা দিয়ে তাদের হয়রানি করে আসছে
রংপুরে ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ এবং দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে শতাধিক ট্রাকচালক ও তাদের সহকারীরা (হেলপার) রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বিক্ষোভের কারণে মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চালকদের অভিযোগ, রংপুর নগরীর বিভিন্ন স্থানে লোকাল ট্রাকগুলো ইট, বালু, মাটিসহ বিভিন্ন নির্মাণসামগ্রী বহন করে। এসব ট্রাকের হালনাগাদ কাগজপত্র থাকার পরেও ট্রাফিক পুলিশ বিভিন্ন অজুহাতে মামলা দিয়ে তাদের হয়রানি করে আসছে। এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বেশ কয়েকবার লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। সে কারণে বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা।
সাহেব আলী নামে এক ট্রাকচালক দাবি করেন, তার ট্রাকের সব কাগজপত্র থাকার পরেও শুধু পুলিশকে ঘুষ না দেওয়ায় তিনবার তার ট্রাক আটকে মামলা দিয়েছে।
রংপুর জেলা ট্রাক, লরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সম্পাদক বাদশা মিয়া অভিযোগ করেন, সোমবার রাতে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে ট্রাক থামিয়ে বৈধ কাগজপত্র দেখতে চান এক পুলিশ সদস্য। কাগজের ফটোকপি দেখালে মূল কাগজ দেখতে চান। পরে মূল কাগজপত্র দেখানোর পরও একটি মামলা দেওয়া হয়। এভাবে ট্রাক চালকদের হয়রানি করছে পুলিশ।
ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মেনহাজুল আলম ও সহকারী পুলিশ কমিশনার ফরহাদ ইমরুল কায়েস খবর পেয়ে ঘটনাস্থলে এসে ট্রাকচালকদের অভিযোগগুলো সুরাহার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
মতামত দিন