মোমবাতি জ্বালানোর সময় অসাবধানতায় গায়ে আগুন লেগে যায় তার
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামে প্রার্থনার মোমবাতি জ্বালানোর সময় আগুনে পুড়ে এক গৃহবধূ মারা গেছেন। মৃত শিল্পী নন্দী (৫৫) জ্যৈষ্ঠপুরা গ্রামের পরিমল নন্দীর স্ত্রী।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকেলে পূজার ঘরে মোমবাতি জ্বালাতে গেলে অসাবধানতায় গায়ে আগুন লেগে যায় শিল্পী নন্দীর। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিএমসিএইচ হাসপাতালে নিয়ে যাওয়া গেলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
বোয়ালখালী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল ঢাকা ট্রিবিউনকে বলেন, আমি দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
মতামত দিন