রংপুর সিটি করপোরেশনের মেয়রের কক্ষে মটর মালিক সমিতির সভাপতির পিস্তল থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটান কোতোয়ালি থানার কর্মকর্তা (ওসি, তদন্ত) রাজিবুজ্জামান।
রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার কক্ষে শিক্ষার্থীদের নিয়ে মেয়রের প্রতীকী দায়িত্ব পালন শীর্ষক একটি অনুষ্ঠান চলছিল। এ সময় সেখানে রংপুর জেলা মটর মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি একেএম মোজাম্মেল হক তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে আসেন। ওই সময় তার কক্ষে আরও অন্তত ২০ থেকে ২৫ জন উপস্থিত ছিলেন।
কুশল বিনিময়ের এক পর্যায়ে মোজাম্মেল হক তার পকেট থেকে মোবাইল ফোন বের করছিলেন, তখন অসাবধানতাবশত তার পকেটে থাকা ব্যক্তিগত পিস্তলটি হাত থেকে মেঝেতে পড়ে গিয়ে গুলি বের হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনাটি আকস্মিক এবং নিছক দুর্ঘটনা হওয়ায় কেউ কোনো অভিযোগ করেননি।
এ বিষয়ে জেলা মটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, “এটা নিছক দুর্ঘটনা।”
কোতোয়ালি থানার ওসি, তদন্ত রাজিবুজ্জামান বলেন, “এ ঘটনায় মোজাম্মেল হক থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।”
মতামত দিন