দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নে হ্যানয়-ঢাকা-হ্যানয় রুটে সরাসরি ফ্লাইট পরিচালনায় আগ্রহী
বাংলাদেশ ও ভিয়েতনামের দুই দেশের পর্যটক ও মানুষের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ স্থাপন করতে চায় ভিয়েতনাম।
মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বৈঠকে ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন এ আগ্রহের কথা জানান।
তিনি বলেন, “ভিয়েতনাম পর্যটন ও বিমান পরিবহন খাতকে উন্নত করতে এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নে হ্যানয়-ঢাকা-হ্যানয় রুটে সরাসরি ফ্লাইট পরিচালনায় আগ্রহী।”
প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, একবার বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে ব্যবসা বৃদ্ধি পাবে, এবং পর্যটন ও বিমান সেক্টর দুই দেশের মধ্যে এবং জনগণকেও সংযুক্ত করবে।”
মতামত দিন